“হ্যাকিং ম্যাজিকের মত। হ্যাকিং ও ম্যাজিক, দুটোর উদ্দেশ্যই মানুষকে ধোঁকা দেয়া।”হ্যাকিং দিয়ে মানুষকে শারীরিক ভাবে আঘাত করে না, কিন্তু এই আঘাত তার চেয়ে বেশি পরে।
এটি একটি হ্যাকিং থ্রিলার জার্মানীর মুভি
এটি একটি হ্যাকিং থ্রিলার জার্মানীর মুভি
বার্লিনের এক কিশোর বেঞ্জামিন এঙ্গেল। সমাজে সে যেন নোবডি। কেউ তাকে পাত্তা দেয়না, ধার ধারেনা। এভাবে সবার কাছ থেকে অদৃশ্য হয়ে থাকাকে সে তার সুপারপাওয়ার মনে করে,সে এইসব থেকে দূরে থাকতে চায়।
হঠাৎ সে ঢুকে যায় ডার্কনেটের দুনিয়ায় এবং হয়ে যায় হ্যাকার। ঘটনাচক্রে CLAY নামক এক হ্যাকিং টিমও গড়ে তোলে, যাদের কর্মকান্ড প্রতিটা নিউজ চ্যানেলে উত্তাপ ছড়ায়,পুরা শহর তুলপাড় হয়ে যায়।
একসময়ে তারা এমন বিপদে পড়ে যেখান থেকে বাঁচার জন্য তাদের এমন এক হ্যাকিং করতে হত যেটা আজ পর্যন্ত কেউ করতে সক্ষম হয় নি। তাদের কি পরিণতি জানতে দেখুন অসাধারণ এই মুভিটি।
মুভিটি খুবই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। হ্যাকিংয়ের পাওয়ার দেখানোর সঙ্গে হ্যাকিং যে মানুষের রিয়াল লাইফেও বড় সমস্যা সৃষ্টি করতে পারে সেটিও ফুটিয়ে তোলা হয়েছে।
আর লাস্টে চরম টুইষ্ট রয়েছে। টুইষ্টটা দেখার হয়তো ভাবতে পারেন এমন টুইষ্ট আগেও দেখেছি। কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবেন। পরেই বুঝবেন কি লেভেলের টুইষ্ট ,,হতে পারে টুইষ্ট দেখে আপনার মাথা হাত দিতে হবে।😱😵
বিঃদ্রঃ এক কথায় মুভিটা অসাধারণ😍😘।